কিভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য ভালো প্রোফিটঅ্যাবল প্রোডাক্ট খুজে নিতে পারেন
অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চাচ্ছি, কি প্রোডাক্ট নিয়ে মার্কেটিং শুরু করবো সেটাই বুঝে উঠতে পারছিনা। আপনার অবস্থা যদি এমন হয় তাহলে এই পোস্টটি আপনার জন্য। কারন এই পোস্টে আমি দেখাবো কিভাবে আপনি খুব ভালো প্রোফিটঅ্যাবল অ্যাফিলিয়েট প্রোডাক্ট খুজে নিতে পারেন।
আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটার হয়ে থাকেন বা কাজ শুরু করবেন এমন চিন্তা করে থাকেন তাহলে আপনাকে এটা বুঝতে হবে অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করার প্রথম ধাপ হচ্ছে নিশ সিলেক্ট করা এবং ভালো প্রোডাক্ট সিলেক্ট করা। আপনার যদি শুরুতেই ভূল হয়ে যায় তাহলে সম্পূর্ণ প্রোজেক্টটাই লস হবার সম্ভবনা থেকে যাবে।
এই পোস্ট টি ডিজিটাল প্রোডাক্ট সিলেকশনের কথা বলছে। আপনি যদি অ্যামাজন নিয়ে চিন্তা করে থাকেন তাহলে এই পোস্টটি আপনার জন্য উপযুক্ত না। অ্যামাজনের প্রোডাক্ট সিলেকশনের স্টেপ গুলো একটু ভিন্ন। যেটা আপনি আমার অন্য আর্টিকেলে খুজে পাবেন।
নিশ কি এবং কোন নিশ নিয়ে কাজ করা যায়
নিশ বলতে আমরা মূলত বুঝি প্রোডাক্ট এর ক্যাটাগরি। আপনি যখন অ্যাফিলিয়েট মার্কেটিং এর কথা চিন্তা করবেন তখন আপনি জানেন অ্যাফিলিয়েট মার্কেটিং এর টার্মস ই হচ্ছে অন্য কারো প্রোডাক্ট আপনি কমিশন বেজ বিক্রি করবেন। এখন আপনি যদি কাজ শুরু করতে চান তাহলে আপনাকে প্রথমেই চিন্তা করতে হচ্ছে কি প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করবেন?
হেলথ রিলেটেড প্রোডাক্ট, স্পোর্টস, বিজনেস ইত্যাদি কোন সেক্টরে আপনি কাজ করবেন। এই সেক্টর, ক্যাটাগরি বা টপিক্স -কেই আমরা নিশ বলতে থাকি। আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স এ আমি দেখেছি ৩ টি নিশের ডিমান্ড বাজারে সবথেকে বেশি।
- হেলথ অ্যান্ড ফিটনেস
- মেক মানি অনলাইন
- রিলেশনশিপ / ডেটিং
উপরের এই ৩ টি নিশের ডিমান্ড বাজারে অনেক অনেক বেশি এবং আপনি কোন রিসার্চ ছাড়াই এই নিশ নিয়ে কাজ শুরু করতে পারেন।
প্রোডাক্ট সিলেক্ট কিভাবে করবেন?
আপনি যদি ভালো প্রোফিটঅ্যাবেল অ্যাফিলিয়েট প্রোডাক্ট খুজে নিতে চান তাহলে আপনাকে ৫ টি মূল বিষয়ের উপর রিসার্চ করতে হবে। আপনার সুবিধার জন্য এখানে একটি পিডিএফ চেকলিস্ট দেওয়া হচ্ছে, এটি ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারেন আপনার কাজের সুবিধার জন্য।
পিডিএফ ডাউনলোড করতে - এখানে ক্লিক করুন
এখন আসুন কিভাবে আপনি ভালো প্রোডাক্ট সিলেক্ট করবেন। বিষয়টি সহজে বোঝানোর জন্য একটি ভিডিও এর মাধ্যমে আপনাকে স্টেপ বাই স্টেপ দেখানোর চেস্টা করছি। নিচের ভিডিওটি দেখুন আশা করি ভিডিওটি দেখার পর আপনি আপনার অ্যাফিলিয়েট প্রোডাক্ট খুজে নিতে সক্ষম হবেন।
আশা করি উপরের ভিডিও থেকে আপনি বুঝতে পেরেছেন কিভাবে একটি ভালো অ্যাফিলিয়েট প্রোডাক্ট খুজে নিতে হয়। আমি আপনাকে এখানে আবারো বলছি এই সিস্টেম শুধুমাত্র ডিজিটাল প্রোডাক্ট বাছাই এর জন্য সঠিক হবে। ফিজিকাল প্রোডাক্ট এর জন্য আপনাকে অন্য বিষয়গুলো ফলো করতে হবে।
Recommendation
আপনি যদি অনলাইনে নতুন হয়ে থাকেন তাহলে আমি আপনাকে সাজেস্ট করবো আমাদের মেম্বার্স প্যানেল মার্কেটিং রিসোর্স সেন্টারে একাউন্ট করে নিন। আমাদের মেম্বার্স প্যানেলে আপনি আরো অনেক স্টেপ বাই স্টেপ গাইডলাইন পাবেন।
একাউন্ট করতে - এই লিঙ্কে ক্লিক করুন
FAQ
আমার এই পোস্ট যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পোস্টটি শেয়ার করুন এবং আপনার যদি কোন ধরনের প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন আমরা চেস্টা করবো আপনার প্রশ্নের উত্তর দিতে।
Vai ami new comer. Ami affiliate & CPA marketing korte chai.
ReplyPls advice me. Apnader ki kono hate kolome posikkoner babostha ase.
Ami apnader akhane free account open korechi akhane ki kono banefit pabo ki na.
Affiliate & CPA marketing korte ki amar kono web site khulte hobe ki na.
Pls help me, hope that you will give me best answer.
Best wishes
আমাদের ম্যাবস আইটি তে সরাসরি প্রশিক্ষনের ব্যবস্থা নেই। আমাদের মেম্বার্স প্যানেলে ভিডিও ট্রেনিং পাবেন। নিজের ওয়েবসাইট লাগবে যদি অনলাইন মার্কেটিং এ কাজ করতে চান।
Replyভাই আপনারা কি ওয়েবসাইট তৈরী করে দেন নাকি অনলাইনে মার্কেটিং কাজের জন্য
Replyআমরা মূলত বাংলাদেশের ক্লাইন্টদের কাজ তেমন করিনা। কারন আমাদের ওয়েবডিজাইন এর প্রাইসিং টা একটু বেশি। আপনি চাইলে আমাদের সাপোর্ট -এ যোগাযোগ করে দেখতে পারেন এখান থেকে
Reply